Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সংক্রমণ নিয়ে বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক জলপাইগুড়িতে

করোনা সংক্রমণ নিয়ে বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক জলপাইগুড়িতে 


করোনা সংক্রমণ নিয়ে জলপাইগুড়ির বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। এদিন ডিআরএস কনফারেন্স হলে এই বৈঠক হয়। বৈঠকে  উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক, ওএসডি সহ অন্যান্যরা। এদিন প্রায় কুড়িটি ক্লাবকে নিয়ে এই বৈঠকে বসা হয় বলে জানা গেছে। 

করোনা বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই বৈঠক। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এ বিষয়ে সঠিকভাবে বোঝানোর বিষয় নিয়ে আলোচনা হয়। কিভাবে তারা কাজ করবেন, মানুষের কাছে যাবেন বিস্তারিত আলোচনা হয় এদিন। 

ওএসডি ডা: সুশান্ত কুমার রায় জানান- এদিন বেশ কিছু ক্লাব মেম্বারদের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার বিষয়ে একটি অনন্য ভূমিকা গ্রহণ করতে পারে ক্লাবগুলো বলে জানান তিনি। অনেক সময় মানুষ বিভ্রান্তিতে ভোগেন। করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কি করে আরো বাড়ানো যায় সে উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে জানান ওএসডি। উপস্থিত ক্লাব কর্তারাও জানান ভাল উদ্যোগ নেওয়া হয়েছে। তারাও মানুষকে আগে থেকেই বোঝাচ্ছিলেন। এরপর আরো ভালো করে বোঝাবেন যাদের এই রোগ নিয়ে বিভ্রান্তের মধ্যে মানুষ না থাকেন। কি করে করোনার বিরুদ্ধে লড়াই করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code