UNLOCK 3: ৩১শে অগাস্ট পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা 

ওয়েবডেস্কঃ 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবত বন্ধ বিমান পরিষেবা। যদিও, যাত্রীবাহী বিমানের উপরে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় 'বন্দে ভারত মিশন' - এর সাহায্যে বিদেশে আটকে পড়া বহু ভারতীয়কে নিয়ে আসা হয়েছে বিমানে। সেই প্রক্রিয়া চালু থাকলেও আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩১শে অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলেই জানা গেছে। 


লক ডাউন থেকে বেড়িয়ে আনলকে হাঁটছে দেশ। আজ থেকেই শুরু আনলকের তৃতীয় পর্যায়। আনলকের তৃতীয় পর্যায়েও আন্তর্জাতিক বিমানের উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে বলেই স্পষ্ট করে জানালো ডিজিসিএ। শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে ডিজিসিএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধই থাকবে। এদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ২৪শে নভেম্বর পর্যন্ত দেশীয় উড়ান চললেও তা স্বাভাবিক হবে না। তবে যাত্রীবাহী বিমানের উপরে নিষেধাজ্ঞা থাকলেও পণ্যবাহী বিমান চলাচলের উপরে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।


জানা গেছে, কোভিড পরিস্থিতির মধ্য দিয়েও শীঘ্রই বিমান পরিষেবা চালু করার লক্ষ্যে আমেরিকা, ফ্রান্স, জার্মানির সঙ্গে 'ট্রান্সপোর্ট বাবল' চুক্তি করেছে ভারত সরকার। ডিজিসিএ-র এক কর্তা বলেন, "পরিস্থিতি যা, তাতে এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান পরিবহণ পুরোদমে শুরু করা কার্যত অসম্ভব। কিন্তু একটু একটু করে চালু না করলে বিমান শিল্পই ধসে পড়বে।" খুব শীঘ্রই আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেছে ডিজিসিএ।