Create your own virtual visiting cards on Google Search
- ইচ্ছেমতো পিপল কার্ডস এডিট করতে পারেন।
- একজন একটি মাত্রই পিপল কার্ডস রাখতে পারবেন। গুগল তা সেভ করে নেবে।
- ডুব্লিকেট বানাতে চাইলে তা সম্ভব নয়।
- ফোন নম্বর ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস সবই গুগলের তরফে যাচাই করে দেখা হবে।
এই ভার্চুয়াল ভিজিটিং কার্ড তৈরি করুন এভাবেঃ
- নিজের গুগল অ্যাকাউন্টের সাহায্যে এই পিপল কার্ডস তৈরি করা খুবই সহজ। প্রথমেই সাইন ইন করে নিন নিজের মোবাইলে।
- এরপর গুগল সার্চে গিয়ে নিজের নাম সার্চ করতে পারেন বা টাইপ করতে পারেন 'Add me to Search'।
- তারপর যে রেজাল্ট আসবে, তা ফলো করেই নিজেকে গুগল সার্চে আনতে পিপল কার্ডস বানাতে পারবেন আপনি।
- কার্ড তৈরির পর ছবি (অপশনাল) বেছে নিন, ডেসক্রিপশন লিখুন, ওয়েবসাইটের লিংক এবং সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে পারেন। এছাড়াও ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া যাবে।
🆕 Introducing the people card on Google Search.
— Google India (@GoogleIndia) August 11, 2020
Showcase your business, passion or portfolio when people search for you on Google.
Get started ➡️ https://t.co/CAm3mRiCgM pic.twitter.com/wPx6GIUdWz
1 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊