Latest News

6/recent/ticker-posts

Ad Code

SBI এর দূর্দান্ত অফার, বাড়িতে বসেই মাত্র ৫৯ মিনিটেই খুব সহজে লোনের ব্যবস্থা, যেতে হবে না ব্যাঙ্কেও get seamless In-principle loan approval in just 59 minutes


SBI এর দূর্দান্ত অফার, বাড়িতে বসেই মাত্র ৫৯ মিনিটেই পেয়ে যান mudra loan 


59 মিনিটেই মিলবে লোন। আজ এমনই বিবৃতি দিয়েছে STATE BANK OF INDIA. তাদের নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে। এর জন্য যেতে হবে না ব্যাঙ্কেও। বাড়িতে বসেই পেয়ে যাবেন লোন। 

এইজন্য আপনাকে যা যা করতে হবে-
  • WEBSITE LINK   এ ক্লিক করে প্রথমেই আপনাকে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে SIGNUP করে নিতে হবে। 
  • এরপর আপনাকে একটি PASSWORD তৈরি করতে হবে। 
  • তৈরি হওয়া user id এবং password দিয়ে login করতে হবে। 
  • এরপর কি ধরণের loan নিতে চান তা  সিলেক্ট করতে হবে। সাধারণত business loan  এবং personal/home loan এই দুই ক্ষেত্রেই লোন দেওয়া হচ্ছে । তবে আপনাকে সিলেক্ট করতে হবে business loan - এরপর নতুন একটি পপ আপ উইন্ডো তৈরি হবে। এই উইন্ডো তে মুদ্রা লোন এর একটি অপশন আসবে। সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর ধাপে ধাপে কিছু তথ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আর এভাবেই বাড়িতে  বসেই পেয়ে যাবেন SBI MUDRA LOAN. 




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code