Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা অতিমারীর মাঝেও গনেশ পুজোতে থিমের ছোঁয়া

 করোনা অতিমারীর মাঝেও গনেশ পুজোতে থিমের ছোঁয়া 


তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: করোনা অতিমারীর মাঝেও গনেশ পুজোতে থিমের ছোঁয়া রান্টুয়াতে। শনিবার গনেশ পুজো উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার প্রতিটি জায়গাতেই হচ্ছে গনেশ পুজো। 


প্রতিটি জায়গাতেই হবে শুধু নিয়ম রক্ষার পুজো। ঠিক সেইমতো গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়াতেও হচ্ছে গনেশ পুজো। রান্টুয়া বাজার কমিটির উদ্যোগে হয় এই পুজো। 

এবছরে পূজোয় তাদের মূল আকর্ষণ থাকছে চটের তৈরি গনেশ মূর্তি। প্রথম বছরে পা দিল এবছরের গনেশ পুজো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code