রক্তদানের পর রক্তদাতাদের দেওয়া হচ্ছে চিনামাটির কাপ



রক্তদানের উপহার চীনামাটির কাপ স্বপ্নছায়ার


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান 


করোনা সংক্রমণের মধ্যে সর্বত্র দেখা দিচ্ছে রক্তের সংকট । হাসপাতালের ব্লাড ব্যাংক গুলোতে তেমন ভাবে মিলছে না সমস্ত গ্রুপের রক্ত। করোনা সংক্রমনের আতঙ্কে প্রয়োজনীয় রক্ত প্রাপকদের রক্তদান করতে হাসপাতাল যাচ্ছেনা রক্তদাতারা। এই সংকটের মধ্যে হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে এবং প্রয়োজনীয় রক্ত প্রাপকদের রক্তর সমস্যা দূর করতে বর্ধমান রাধানগর ষষ্ঠীতলায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল স্বপ্নছায়া নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। 




প্রশাসনিক সমস্ত নিয়মকানুন মেনে আজ প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দেন বলে জানান স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সৌমেন নন্দী। তিনি বলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের সংকট মেটাতে তাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির।



রক্তদান শিবিরে রক্তদানের পর স্বেচ্ছায় রক্তদাতাদের দেওয়া হচ্ছে ডিম দুধ কলা কফি ঠান্ডা পানীয় জল ও মিষ্টির প্যাকেট যা সহজেই শরীরের রক্তের চাহিদা দূর করবে। রক্তদানে উৎসাহিত করার জন্য উপহার হিসেবে দেওয়া হচ্ছে স্বপ্নছায়া লেখা চিনামাটির কাপ।