আজকের মুখ চিত্র শিল্পী প্রান্ত সাহা
শুভাশিস দাশ
ছোট বয়সে স্কুলে বা শখে অনেকেই ছবি আঁকে । সবাই কিন্তু সেই চর্চার ধারা কে ধরে রাখে না আর যারা ধরে রাখে তাঁদের এই শিল্পের প্রতি একটা ভালবাসা জন্মে যায় । প্রান্ত সাহা তেমনি এক শিল্পী ।
ছোটবেলা থেকে আঁকার ঝোঁক ছিলো । তারপর বিশিষ্ট চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহার কাছে অঙ্কনের পাঠ নেয়া ।
পড়াশুনার সাথে সাথে ছবি আঁকার চর্চাও চালিয়ে যাচেছ প্রান্ত ।
উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির আয়োজনে চিত্র প্রদর্শনীতে তাঁর ছবি প্রদর্শিত হয়েছে । এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে আবাসিক চিত্র কর্মশালায়( 2019)এ প্রান্ত অংশ নিয়েছে ।
জল রঙ , এ্যাকরিলিক , তেল রঙে সে ছবি আঁকে ।
এই বয়সেই তাঁর কাজ অনেক জায়গায় প্রশংসা কুড়িয়েছে ।
ওর আগামী দিনে বড় শিল্পী হবার ইচ্ছের প্রতি আমাদের শুভ কামনা রইলো ।
নাম :প্রান্ত সাহা
বয়স :২১
ঠিকানাঃ দিনহাটা
ফেসবুক : pranta saha
প্রতিভার সন্ধানে-নতুন প্রতিভার সন্ধান দেওয়ার একটা প্লাটফর্ম। আপনিও আপনার বিশেষ প্রতিভা সহ আপনার পরিচিতি মেইল করুন আমাদের । sangbadekalavya@gmail.com
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊