ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের 

ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত। আবারও, রাজ্য সরকারকে খোঁচা দিয়ে টুইট করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। 


শনিবার পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল টুইট করেন, সম্মেলনে প্রচুর মউ সাক্ষর হয়েছে, কিন্তু বিনিয়োগ হয়েছে কই? সেই রেশ কাটার আগেই ফের টুইট আক্রমণ করলেন তিনি।


টুইট করে ধনকড় বলেছেন, 'রাজনৈতিক হিংসা, শিল্প সম্মেলনে দুর্নীতি, রেশন ব্যবস্থা, আমফানের ত্রাণে অনিয়ম-সহ নানা বিষয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকার ও কর্তব্য। কিন্তু সেই তথ্য পাওয়া যায় না।' এদিন টুইটে তিনি লিখেছেন, 'তথ্য চাইলেই শাসকদল বলছে, রাজ্যপাল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। আমার প্রশ্ন, এটা কি আইনের শাসন বা গণতন্ত্র?'


এরপর, তথ্য দেওয়া হচ্ছে না কেন সে বিষয়েও জানতে চেয়েছেন রাজ্যপাল। তিনি লেখেন, 'তথ্য দেওয়া হচ্ছে না কেন? এত লুকনোর কী আছে? সরকার তার ব্যাখ্যা দিক। যাঁরা তথ্য দিচ্ছে না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে মুখ্যমন্ত্রী তাঁদের চিহ্নিত করুন। এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে। বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে।''