আসামীদের ছবির সাথে শহীদ ক্ষুদিরাম বসুর ছবি সাঁটা। গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও বিক্ষোভ ও প্রতিবাদে এস এফ আই ও ডি ওয়াই এফ আই



SER 21 দিনহাটা:-

সম্প্রীতি ZEE5এর "অভয়-2" নামক ওয়েব সিরিজে দেখা গেছে থানার দাগি আসামীদের ছবির সাথে শহীদ ক্ষুদিরাম রাম বসুর ছবি সাঁটা l মাত্র আঠারো বছর বয়সে এই তরুণ বিপ্লবী ফাঁসিরকাঠে প্রাণ দেয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে l সেই তরুণ বিপ্লবী কে এরকম অপমান করায় আজ বিকাল ৪:০০ টায় দিনহাটা চৌপথিতে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয়। 



এই কর্মসূচীতে সামিল হয় বাম ছাত্র- যুব সংগঠন SFI ও DYFI উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, SFI নেতা টুটুল সরকার, অংশুমালী রায়, সৌরভ সরকার, আকাশ সাহা, DYFI অভিক সরকার, কৌশিক রায়, অনিকেশ বর্মন প্রমুখ। 


ছাত্র নেতা শুভ্রালোক দাস বলেন - আমরা জানি এই জি এর কর্ণধার সুভাষ চন্দ্র গোয়েঙ্কা বিজেপির সাহায্যে রাজ্য সভার সাংসদ l বিজেপি-আর.এস.এসের দেশপ্রেমিকদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয় l তারা বারবার ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মের ওপর কুপ্রভাব ফেলে চূড়ান্ত গৈরিকিকরণ করার প্রচেষ্টা করছে l 


আমাদের দাবি শুধু ট্যুইটারে ক্ষমা চেয়ে নয় সত্বর ওয়েবসিরিজ থেকে এই দৃশ্য সরিয়ে দিতে হবে এবং জাতির গর্ব ক্ষুদিরাম বসুকে কালিমালিপ্ত করার অপরাধে "অভয়-2", এর টিম ও ZEE কর্তৃপক্ষকে সাংবাদিক ডেকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।