কবিগুরু-কে শ্রদ্ধা জ্ঞাপনের পর তৃণমূল কংগ্রেসের নব-নিযুক্ত পদাধিকাদের সংবর্ধনা দেওয়া হলো
শচীন পাল, সংবাদ একলব্যঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাণ্টুয়াতে আজ ২২শে শ্রাবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরু কে শ্রদ্ধা জ্ঞাপনের পর নব-নিযুক্ত পদাধিকাদের সংবর্ধনা দেওয়া হলো চুড়ামণি মাহাত (রাজ্য সহ-সভাপতি), দুলাল মুর্মু (জেলা সভাপতি,ঝাড়গ্রাম), শান্তনু ঘোষ (জেলা যুব সভাপতি,ঝাড়গ্রাম), সুব্রত সাহা (দলের মুখপাত্র, ঝাড়গ্রাম জেলা)।
আজকের এই মহতি সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লক সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, ব্লক তৃণমূল কিষান সভাপতি সুকুমার বাগ, ঝাড়গ্রাম জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি সত্যবাণ দণ্ডপাট, ব্লক ছাত্র পরিষদের সভাপতি কৌশিক বেরা, ব্লক মহিলা সভানেত্রী শর্বরী অধিকারী, গোপীবল্লভপুর ১ নং যুব সদস্য সিমল সরেন সহ অনেক জনপ্রতিনীধি এবং ব্লক , অঞ্চল, বুথ ও দলীয় কর্মীগণ৷
আজকের সভায় এই কঠিন সময়ে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ার কাজে অনুপ্রাণিত হয়ে কুলিয়ানা ৪ নং অঞ্চলের বাজনাগুড়ি বুথের নির্দল নেতা সমীর পৈড়া, কুলিয়ানা ৪ নং অঞ্চলের বাজনাগুড়ি বুথের বিজেপির প্রাক্তন বুথ সভাপতি সুকদেব পাণি, বেলিয়াবেড়া মণ্ডলের মণ্ডল সদস্য পিযুষ খুঁটিয়া, চোরচিতা ১ নং অঞ্চলের CPI(ML) নেতা লম্বুধর পাল সহ 200 টি পরিবার গোপীবল্লভপুর ২ নং ব্লক সভাপতি টিঙ্কু পাল এর উদ্যোগে তৃণমূল কংগ্রেস যোগদান করলো তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্লক সভাপতি সহ নবনিযুক্ত পদাধিকারী গণ ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊