আমারকার ভাষা, আমারকার গর্ব ফেসবুক গ্রুপের রাখি বন্ধন উৎসব
শচীন পাল, ঝাড়গ্রাম: রাখি বন্ধন উৎসব পালন শুরু করল ফেসবুক গ্ৰুপ আমারকার ভাষা আমারকার গর্ব l আজ রাখি বন্ধন উপলক্ষে রাখি ও মাস্ক পরিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং মহাপালের সুবর্ণরেখা নদীর পাড়ে পালন করা হল এবং আজ সারা দিনব্যাপী গ্রূপের এই উৎসব পালন হবে সুবর্ণরৈখিক অববাহিকার বিভিন্ন অঞ্চলে l
সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰুপ অ্যাডমিন বিশ্বজিৎ পাল সদস্য গুণধর বধূক OD কিশোর কুমার রক্ষিত l গ্রূপের পক্ষ থেকে অ্যাডমিন সবাই কে রাখি বন্ধনের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊