সামাজিক দূরত্ব শিকেয়,মাত্রারিক্ত যাত্রী বইছে টোটো, বেড়েছে মোটরবাইক বাহিনীর দাপট, বাড়ছে দুর্ঘটনা
শুভাশিস দেবনাথ, সংবাদ একলব্যঃ লকডাউন মানছেন না আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দুই নং ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের একটা বড় অংশ। ব্লকের বিভিন্ন এলাকায় প্রতিদিন অবাধে অতিরিক্ত যাত্রী নিয়ে টোটো চলাচল করতে দেখা গিয়েছে। চেকো, সলসলাবাড়ি, ভাটিবাড়ি সহ বিভিন্ন এলাকায় বাজার, ব্যাংকের সামনে লাইনে সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে।
স্বাভাবিকভাবেই, এলাকার সচেতন বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। আলিপুরদুয়ার দুই নং ব্লকের বিভিন্ন এলাকায় কমবয়সীদের টোটোচালকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পিছিয়ে নেই মোটরবাইক বাহিনীর দাপট। বিশেষ করে কমবয়সী মোটরবাইক চালকের বাইক চালানোর ভাবভঙ্গি দেখে চিন্তিত এলাকার সচেতন নাগরিকগণ।
ছোট বড় সড়কগুলোতে আশংকাজনকহারে দুর্ঘটনা বেড়ে চলার পাশাপাশি অদক্ষ ও কমবয়সী চালকেরা প্রতিনিয়ত লঙ্ঘন করছে ট্রাফিক আইন। এমন কি যানবাহনে চলন্ত অবস্থায় মোবাইল ফোন নিষিদ্ধ থাকলেও এ নিয়মের ধার ধারে না এসব চালক। পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বরংচ পুলিশ দেখে অলি গলি দিয়ে পগার পা হয়ে যাচ্ছে কমবয়সী, লাইসেন্সবিহীন অদক্ষ বাইক বাহিনী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊