![]() |
Pic Src: Twitter |
করোনা আবহেই IPL এর আগেই বাগদান সেড়ে ফেললেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চহাল
Digital Desk: IPL-এর আগে বাগদান সেরে টুইট করলেন ভারতীয় দলের স্পিনার চহাল। ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান সেরে ফেললেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে লেখা, ‘হ্যাঁ বলে দিলাম। আমাদের পরিবারও রাজি।’
বাগদানের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলে চহালের সতীর্থরা শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁকে। ভক্তরাও চহাল ও ধনশ্রীকে শুভেচ্ছা জানান।
জাতীয় ও রয়্যাল চ্যালেঞ্জার্স দলে চহালের অধিনায়ক বিরাট কোহালি দু’ জনকেই অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধওয়নও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানতে বাদ রাখেননি ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর, ভারতীয় দলের সহ-অধিনায়ক তথা ওপেনার ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মাও।
Congratulations @yuzi_chahal & Dhanashree!— Sachin Tendulkar (@sachin_rt) August 8, 2020
Wishing you both all the best for the new innings. 🙂 https://t.co/GTk1bxeaeZ
ধনশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, তিনি কোরিওগ্রাফার, চিকিসক এবং ইউটিউবার। এগিয়ে আসছে এ-বারের IPL। তার জন্য নিজের মতো করে ফিটনেস ট্রেনিং করছেন চহাল। কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁকে। তার আগে বাগদান সেরে নিলেন তিনি। মাঠে বল গড়ালে চহাল কী করেন, সেই দিকেই তাকিয়ে তাঁর ভক্তরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊