স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ মুজফফর আহমেদ  ১৩২ তম জন্ম দিবস পালন


মহান স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ মুজফফর আহমেদ  ১৩২ তম জন্ম দিবস পালন দিনহাটা এরিয়া কমিটির সদর দফতর কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবনে। 


লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে কমরেড মুজফফর আহমেদ প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ দেব, সমীর চৌধুরী, দিবাকার পাল প্রমুখ। 

দিনহাট মহকুমার সমস্ত পার্টি অফিস গুলো ও ব্রাঞ্চ বাঞ্চে পতাকা উওোলন ও প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে ।