এস ইউ সি আই (সি) র প্রতিষ্ঠাতা  শিবদাস ঘোষের ৪৫ তম প্রয়াণ দিবস পালন 


নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ

আজ এস ইউ সি আই (সি) র প্রতিষ্ঠাতা  শিবদাস ঘোষের ৪৫ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এস ইউ সি আই (সি)র দিনহাটা লোকাল কমিটি । 


এদিন রাজ্য জুড়ে লকডাউন থাকায় অল্প সংখ্যক দলীয় সদস্যের উপস্থিতিতে দিনহাটা লোকাল কমিটির দপ্তরে দিনটি পালিত হয় । 

শুরুতে দলের রক্ত পতাকা উত্তোলন করেন লোকাল কমিটির সম্পাদক কমরেড প্রদীপ রায় । এরপর শিবদাস ঘোষের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমরেড দিলীপ চক্রবর্তী, কমরেড আজিজুল হক, কমরেড হরেকান্ত বর্মণ, কমরেড পবিত্র পাল , কমরেড আসমত আলী প্রমুখ ।