কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ বাড়ানো হল


কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ বাড়ল ৪ মাস। যেসব ক্ষেত্রে অগাস্টে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সেসব ক্ষেত্রে এই চার মাসের মেয়াদ বৃদ্ধির জেরে ডিসেম্বরে শেষ হবে মেয়াদ। করোনা আবহের জেরে দীর্ঘদিন যাবৎ কাজকর্ম বন্ধ থাকার জেরে প‍্যানেলের মেয়াদ বাড়াতে কলেজ সার্ভিস কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। সেই আর্জি সরকারি অনুমোদন পেয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে সরকারি সাহায্যপ্রাপ্ত রাজ্যের কলেজগুলিতে ৪৫টি বিষয়ে প্রায় ২ হাজার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আরও চারমাস সক্রিয় থাকবে।


কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, ২০১৮-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞাপনের ভিত্তিতে ২০১৯-এর মে থেকে প্যানেল শুরু হয়। এমন প্যানেলের মেয়াদ থাকে এক বছর।