মধ্য ছেকামারি গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার
কাজল দে, সংবাদ একলব্যঃ সোমবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার অন্তর্গত মধ্য ছেকামারি গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। রাত এগারোটা নাগাদ কিরণবালা রায় নামে এলাকার ওই ষাটোর্ধ বৃদ্ধার মৃত্যুতে ফের এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, রাতে বৃষ্টির সময় এলাকায় একটি দলছুট দাঁতাল হাতি ঢুকে পড়ে। হাতি হানা দিয়েছে টের পেয়ে ওই বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু, সে সময় হাতির সামনে পড়ে যান। হাতিটির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
সোমবার রাতের ঘটনা সহ মাদারিহাটে গত ১৫ মাসে হাতির হানায় মোট ১৫ জনের মৃত্যু হল। এলাকার বাসিন্দা বাসুদেব নার্জিনারী, অংশুময় নার্জিনারী প্রমুখ জানান, ছেকামারি গ্রামে হাতির হানায় ক্ষয়ক্ষতি লেগেই রয়েছে। পাশেই অবস্থিত খয়েরবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয়ে কখনও হানা দেয় হাতির পাল, কখনও বা দলছুট হাতি। প্রসঙ্গত, উত্তর ছেকামারি গ্রামে গত ৮ জুন রাতু ওরাওঁ নামে এক ব্যক্তি হাতির আক্রমণে মারা যান।
উত্তর খয়েরবাড়ির বিট অফিসার বিধান দে জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে রেঞ্জার সহ বনকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। আলিপুরদুয়ার জেলা পরিষদের স্থানীয় সদস্যা আশা নার্জিনারী জানান, প্রচন্ড বৃষ্টির মধ্যে ঘটনাটি ঘটেছে। ওই বৃদ্ধা তাঁর ছেলে ও নাতির সঙ্গে প্রাণ বাঁচাতে ছুটছিলেন। সে সময় তাঁকে হাতিটি ধরে ফেলে। ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ রয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks