বিশ্বভারতী ভাঙচুর নিয়ে লালগড়ে ABVP এর অবস্থান-বিক্ষোভ

শচীন পাল,ঝাড়গ্রামঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। শনিবার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়গ্রাম জেলার লালগড় এসআই চকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা অবস্থান-বিক্ষোভে সামিল হয়। 

উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়্গ্রাম জেলা সহ সংযোজক শুভদীপ ঘোষ। এসএসডি প্রমুখ গৌতম সেনাপতি, নেত্রী ঋতু মিশ্র, লালগড় কলেজ কমিটির সভাপতি শত্রুঘ্ন দিগার সহ অন্যান্য সদস্যরা।