দিনহাটা মহকুমায়  ভয়াবহ আগুনে  ভস্মীভুত এক বাড়ি

আজ সন্ধ্যা ৬ টা নাগাদ ভয়াবহ আগুনে  ভস্মিভুত হল, সাহেবগঞ্জ থানার অন্তর্গত কিশামত দশগ্রাম অঞ্চলের খেরবাড়িহাট বাজার সংলগ্ন সুকুমার বর্মণের প্রায় সম্পূর্ণ বাড়ি। 


ফায়ারব্রিগেড দেরিতে পৌঁছানোয় জনসাধারনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও ফায়ারব্রিগেডের গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিক  অনুমান শর্ট সার্কিটেই এই আগুন। বাড়িতে থাকা সমস্ত কিছুই -বিশেষত জমির দলিল, বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সম্পত্তিই আগুনে ভস্মিভূত বলে জানিয়েছেন বাড়ির সদস্য প্রভাত বর্মণ। 

ফায়ারব্রিগেডের এক কর্মকর্তা তরুন কুমার রায় সরকার জানান- রাস্তায় একটি গোডাউনের সামনে প্রচন্ড জ্যাম থাকায় আমরা সঠিক সময়ে রওনা দিলেও আমাদের আসতে দেরী হয়।

স্বভাবতই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে ।