“কোচবিহারে প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে”



চলছে দলবদল। সারা রাজ্যে চলছে দলবদল। কোথাও তৃনমূল থেকে বিজেপি। কোথাও বামপন্থী দল থেকে তৃনমূল। কোথাও বিজেপি থেকে তৃনমূল। দলবদল চলছেই। সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। সব দলই নিজেরদের ঘর গোছাতে ব্যস্ত। নিজের দলকে বড় করতে মাঠে নেমে পড়েছে সবাই। ব্যতিক্রম নয় কোচবিহার জেলা। 


আজ তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপির জেলা সম্পাদক শৈলেন্দ্র প্রসাদ সাউ। সোমবার কোচবিহারে তৃনমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে প্রায় ৫০০ জন অনুগামী নিয়ে তৃনমূলে যোগ দেন শৈলেন্দ্র প্রসাদ সাউ । এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মণ, জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, কোচবিহার পুরসভার পুর প্রশাসক ভূষণ সিং সহ জেলার নেতারা। 


এদিন তৃণমূলে যোগ দিয়ে শৈলেন্দ্র প্রসাদ সাউ জানান, “কোচবিহার বিজেপিতে কি চলছে আপনারা সবাই জানেন। পুরানোদের কেউই প্রায় এখন আর কোন দায়িত্বে নেই। নতুনদের পদে বসানো হচ্ছে। জেলা বিজেপির বেশীর ভাগ নেতা কর্মীরা তোলাবাজে পরিণত হয়েছে। আমরা সমাজের জন্য কাজ করতে এসেছিলাম। কিন্তু বিজেপিতে সেটা করা যাচ্ছিল না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য কাজ করার যে চেষ্টা দেখছি, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি”।


কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আর বিজেপির নেতৃত্বদের স্বেচ্ছাচারী মনোভাবের প্রতিবাদে আজ বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক দলীয় কর্মী নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা জেলা সম্পাদক শৈলেন্দ্রপ্রসাদ সাউ। তাকে দলের পক্ষ থেকে স্বাগত জানাই।’