SER-10,ময়নাগুড়ি,১৩ জুলাই : তিস্তা নদীর বন্যায় প্লাবিত ময়নাগুড়ির পদমতি ২ নং অঞ্চলের গুয়াবাড়ি চড় ও ধওলু চড়। দিনের পর দিন বর্ষণের ফলে একদিকে যেমন ফুলেফেঁপে উঠেছে নদীর জল। অপরদিকে তিস্তার পাশের বসবাসকারী পরিবারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কোথাও ভেসেছে বাড়ি আবার অনেক যায়গায় শোনা যাচ্ছে জলের তলায় তলিয়ে গেছে বাড়ি।
খবর পেয়ে গতকাল ভারতীয় জনতা পার্টি ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল যুব মোর্চার উদ্যোগে বন্যা বিপর্যয়ে অসহায় মানুষদের ত্রাণ বিলি করা হয়। জানা যায়, পদমতি 2 নং অঞ্চলের গুয়াবাড়ী চড় ও ধওলু চড় এলাকায় আটকে পরা মোট ১০০ টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিলি করা হয়।
উপস্থিত ছিলেন, ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল সভাপতি অমল রায়,সাধারন সম্পাদক নিমাই চন্দ্র রায় ও জয় কান্ত রায়,জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা যুব মোর্চা সহ-সভাপতি সঞ্জয় কীর্তনীয়া,ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক রাকেশ রায়, ময়নাগুড়ি মধ্য মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক উদয় কৃষ্ণ রায়,শংকর সরকার,16 /267 নং বুথের বুথ সভাপতি, 16/271 নং বুথের পঞ্চায়েত সহ পদমতি 2 নং অঞ্চলের বিজেপি সমর্থক কর্মি বৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊