বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা, গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল জিও
ফের গ্রাহকদের সুবিধার জন্য আকর্ষনীও প্ল্যান নিয়ে এলো জিও। গ্রাহকদের জন্য বিনামূল্যে ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা নিয়ে এলো জিও।
তবে এই সুবিধা সব গ্রাহকরা পাবেননা, সীমিত গ্রাহকই এই সুবিধা পাবেন। চলতি প্ল্যানের সঙ্গেই এই সুবিধা পাবেন গ্রাহকরা।
এই সুবিধা পাবেন মাত্র ৪ দিনের জন্য।
কিন্তু কীভাবে এই সুবিধা পাওয়া যাবে?
এইজন্য আপনার ‘মাই জিও’ অ্যাপ অথবা জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এই অফারের জন্য অন্য আর কিছুই করতে হবে না।
জিওর তরফে এর আগেও এরকম প্ল্যান নিয়ে আসা হয়েছিল। জিও প্রায়সই আকর্ষণীয় ফ্রী অফার নিয়ে আসে, যেগুলি গ্রাহকদের বিশেষ চমক দেয়।
তবে যারা এই অফার পাননি তারা দেখে নিতে পারেন অন্যান্য কিছু ডাটা প্ল্যান-
Reliance Jio Plans 2020: List of Jio Prepaid Plans, Offers, Price, Data, & Validity
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊