Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গে ধ্বস ও বন্যার আশঙ্কা-জারি সতর্কতা



বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে হিমালয়ের পার্বত্য এলাকায়। সে কারণে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধ্বসেরও সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। নদীগুলির জলস্তরও বাড়ার কারণে হতে পারে বন্যাও। 

উত্তরবঙ্গে গতকাল রাত থেকে চলছে দফায় দফায় বৃষ্টি । আলিপুরদুয়ার, কোচবিহার, কোচবিহারে প্রবল বৃষ্টিপাত হয়েছে। প্রায় বন্যার পরিস্থিতি। ইতিমধ্যে বিপর্যস্ত জনজীবন। ভারী বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পঙে ধ্বসের আশঙ্কা। 

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রামীন কৃষি মৌসম সেবা কেন্দ্র, পুন্ডিবাড়ি থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তরদিনাজপুরে আগামীকাল থেকে আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আঞ্চলিক আবহাওয়া দপ্তর-কলকাতার তথ্য অনুযায়ী আগামী ৯,১০ ও ১১ জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের দরুন বিভিন্ন স্থানে ধ্বস, এবং বন্যার সম্ভাবনা রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code