করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জামা কাপড়ের সঙ্গে মাস্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে অস্বাভাবিক পরিস্থিতিতে মাস্ক আমাদের অঙ্গ হয়ে দাড়িয়াছে। বিশ্বজুড়ে করোনার সাথে লড়াই করতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপশি মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে অনেক দেশ। এই পরিস্থিতিতে বাজারে পাল্লা দিয়ে বেড়েছে যেমন মাস্কের চাহিদা তেমনি বেড়িয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের মাস্ক। অনেকেই পোশাকের সঙ্গে ম্যাচিং করে ব্যবহার করছে মাস্ক। 

এর আগে শোনা গিয়েছিল সোনার মাস্কের কথা এবার আসলো হিরের মাস্ক। বিয়ে বাড়ি বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই মাস্ক তৈরি করেছে একটি গয়নার দোকান ৷ মাস্কের দাম প্রায় ১,৪০,০০০ টাকা ৷