ইতিমধ্যে ইউ জি সি এর পরীক্ষা সংক্রান্ত সার্কুলার এর প্রতিবাদে পথে নেমেছে এসএফআই । এরই মাঝে দিনহাটা কলেজের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে প্রতিবাদে মুখর দিনহাটা কলেজের SFI ছাত্র সংগঠন। 

জানাগেছে দিনহাটা কলেজের ওয়েবসাইটে  2nd, 4th এবং 6th সেমিস্টারের বিজ্ঞপ্তি জারি হয়েছে। (http://promotion.dinhatacollege.ac.in/)  লকডাউন পরিস্থিতিতে দিনহাটা কলেজ কর্তৃপক্ষের সেমিস্টার ফি নেওয়ার ঘটনাকে  'অনৈতিক কাজ' বলে দাবী করে তা বন্ধের দাবীতে আজ SDO এর কাছে মেইল এর মাধ্যমে ডেপুটেশন দিলো SFI দিনহাটা কলেজ ইউনিট।  

SFI দিনহাটা কলেজ ইউনিট এর সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারী বলেন- "আমরা ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে এই covid -19 এর ফলে লকডাউন পরিস্থিতিতে দিনহাটা কলেজ থেকে কোনোরকম অফিসিয়াল নোটিশ না দিয়ে Online Portal On করে এডমিশন ফি নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু যেখানে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে এই রকম পেনডেমিক পরিস্থিতিতে কোনোরকম স্কুল কলেজের ফি নেওয়া যাবে না। দিনহাটা কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সাথে এইরকম করছে যেটা আমরা এক দায়িত্বশীল ছাত্র সংগঠন কোনোভাবেই মেনে নিতে পারিনা। "

SFI দিনহাটা কলেজ ইউনিট এর সভাপতি সঞ্জীব কর্মকার বলেন- "যেখানে covid-19 এর ফলে গোটা সেমিস্টার কোনোরকম ক্লাস হয়নি ছাত্রছাত্রীরা কলেজ এ যায়নি কিন্তু সেমিস্টার ফি নেওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ সমস্তরকম ফি নিচ্ছে যেমন লাইব্রেরি ফি, ইলেকট্রিক ফি, ফেস্টিভ্যাল ফি, ল্যাবরোটারি ফি এইরকম ফি নেওয়া, লকডাউনের ফলে মানুষে জীবন ও জীবিকা যখন বিপন্ন তখন দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অক্ষ্যক অমিতাভ দত্তের নেতৃত্বে কলেজ কতৃপক্ষ অনলাইনে বিনা নোর্টিসে ভর্তি প্রক্রিয়া চালিয়ে ছাত্র - ছাত্রী ও অভিভাবকদের সাথে নির্মম আচারন করছেন।" 

 
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে- "কলেজ কর্তৃপক্ষ যদি এই সেমিস্টার ফি নেওয়া বন্ধ না করে এবং যেহেতু কলেজ হয়নি তাই কোনোরকম ফি না নিয়ে ছাত্রছাত্রীদের উত্তীর্ণ না করে তাহলে আমরা ভারতের ছাত্র ফেডারেশন আন্দোলনের পথে নামতে বাধ্য হব।"