Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪০মিনিটে করোনা পরীক্ষার ফল জানা যাবে, রাজ্যেই চালু হচ্ছে টেস্ট



ওয়েবডেস্কঃ 

দিল্লির পথেই হাঁটতে চলেছে এবার রাজ্য। শুরু হচ্ছে Antigen-এর Rapid test। আগামী বৃহস্পতিবার থেকেই রাজ্যে এই টেস্ট প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এর আগে বেলগাছিয়াতে Rapid Test শুরু হয়েছিল। 

ইতিমধ্যেই নতুন কিট পাঠিয়েছে ICMR। কিটগুলি দেখতে একেবারেই প্রেগনেন্স কিটের মতোই। এই টেস্টের মাধ্যমে মাত্র ৪০মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে জানা গেছে। যে সব এলাকায় করোনা সংক্রমণ বেশি সেই জায়গাগুলি থেকেই শুরু হবে টেস্ট। কিটে দুটো দাগ লাল আসলেই বোঝা যাবে করোনা পজিটিভ। পৌরসভার তরফে জানানো হয়েছে, প্রত্যেক দিন বরোগুলিতে ৫০টা করে rapid test হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code