উত্তরের গুণী সুজন চিত্র শিল্পী আবির দেব
শুভাশিস দাশ
নীরবে একান্তে বসে ছবি আঁকতে যিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি চিত্র শিল্পী আবির দেব ।
শৈশবেই হাতে খড়ি ছবি আঁকার । অবশ্য টান বা ভালবাসা না থাকলে দীর্ঘ সময় শিল্পের সাথে যুক্ত থাকা কখনই সম্ভব নয় । ছবি আঁকার প্রতি তাঁর অদম্য ভালবাসাআজকের আবির দেব কে চিত্রকলার অঙ্গনে প্রতিষ্ঠত করেছে ।
লেখাপড়ার সাথে সাথে ছবি আঁকাকেও চর্চা করে গেছেন ।
তাঁর হাতে গড়া চিত্রশিল্পের প্রতিষ্ঠান ' কলা মন্দির ' এ বহু ছাত্রছাত্রী আজ ছবি আঁকার অঙ্গনে জায়গা করে নিয়েছে ।
আবির তাঁর সাধনা চালিয়ে যাক এবং তাঁর শিল্পকর্ম ছড়িয়ে পড়ুক বহুদূর এই কামনা আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊