রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল ও জনসাধারণের বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীর আলম, ডোমকল, ৮জুলাই ২০২০ঃ বাংলার মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডলের নেতৃত্বে ডোমকল পৌরসভার ২ নং ওয়ার্ড তথা প্রত্যেক বুথে রান্নার গ্যাস মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষ রাস্তায় গ্যাস সিলিন্ডার ফেলে বিক্ষোভ জানালেন কয়েকশ মানুষ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানিয়েছেন 'রান্না গ্যাসের মূল্য যেভাবে বৃদ্ধি করছেন কেন্দ্র সরকার তাতে আমাদের সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। বর্তমানের লকডাউন চলছে আমাদের সংসার চালানো দুস্কর হয়ে পরছে, খুবই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দিকাল। তার মধ্যে আবার রান্না গ্যাসের মূল্য বৃদ্ধি এ বিষয়ে আমরা ধিক্কার জানাচ্ছি।'
ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল বলেন 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজ রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ বিক্ষোভ সভা হচ্ছে।'
কামরুজ্জামান মন্ডল আরও জানান 'আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি, কেন্দ্র সরকার যেভাবে সাধারণ মানুষে কে বিভ্রান্ত মধ্যে রাখছে নিজের ইচ্ছা মতন যা খুশি করছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ ডোমকল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং বুথে সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে করছে এই রান্না গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊