করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজের পঠনপাঠন। ইতিমধ্যেই CBSE, ICSE ও রাজ্য বোর্ডের পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাবর্ষও পিছিয়ে গিয়েছে, কবে থেকে পুনরায় শুরু করা যাবে পঠনপাঠন তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় শিক্ষাবর্ষের ঘাটতি মেটাতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে ৩০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সিলেবাস কমাতে গিয়ে নাগরিকত্ব, ফেডারেলিজম, ধর্মনিরপেক্ষতা এবং দেশভাগের মতো বিষয় বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রের এই সিদ্ধান্তে আপত্তি প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, কেন্দ্রীয় সরকার, করোনা সঙ্কটের সময়ে সিবিএসই কোর্স হ্রাস করার নামে নাগরিকত্ব, ফেডারেলিজম, ধর্মনিরপেক্ষতা এবং দেশভাগের মতো বিষয় বাদ দিয়েছে তা জানতে পেরে আমি হতবাক। আমি এর তীব্র বিরোধিতা করছি এবং এই গুরুত্বপূর্ণ পাঠ্যগুলির কোনও মূল্যে যেন কমানো না হয় তা নিশ্চিত করার জন্য আবেদন করছি ভারত সরকারকে।
Shocked to know that the Central Govt has dropped topics like Citizenship, Federalism, Secularism & Partition in the name of reducing CBSE course during #COVIDCrisis.
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020
We strongly object to this & appeal @HRDMinistry, GoI to ensure these vital lessons aren't curtailed at any cost. https://t.co/pkBaVI4VKM
2 মন্তব্যসমূহ
Thanks for the information
উত্তরমুছুনcbse 10th results 2020
Thanks for information
উত্তরমুছুনcbse 10th results 2020
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊