Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিংড়ি আমদানি বন্ধ করে দিল চিন!


ইকুয়েডরের তিনটি সংস্থার কাছ থেকে চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল চিনের প্রশাসন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পোল্ট্রি রফতানিকারক সংস্থা টাইসন ফুডস এবং জার্মান মাংস কোম্পানি টোয়েন্নিস এর কাছ থেকে খাদ্য সামগ্রী আমদানি বন্ধ করেছিল চিন।


সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরে বা চিংড়িতে ভাইরাস পাওয়া না গেলেও ঝুঁকি এড়াতে চিংড়ি মাছের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চিন। বলা হয়েছে, প্যাকেটজাত দ্রব্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে হিমায়িত পণ্যে ভাইরাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি। 

চিনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস কর্মকর্তা বি কেক্সিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জিনফাদি বাজারে ভাইরাস শনাক্তের পর খাদ্যপণ্য, প্যাকেট এবং এসবের আশেপাশে থাকা প্রায় ২২ লাখ জিনিসের নমুনা পরীক্ষা করা হয়েছে। ইকুয়েডর থেকে আমদানি করা চিংড়ির প্যাকেটে ভাইরাস শনাক্ত হওয়ায় আপাতত চিংড়ি আমদানি বন্ধ রাখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code