Latest News

6/recent/ticker-posts

Ad Code

[BREAKING NEWS] প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র



প্রয়াত সোমেন মিত্র। অসুস্থ অবস্থায় গত কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। 



পুরনো পেসমেকার বদল করার জন্য বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকায়, সমস্যা তৈরি হয়েছিল। যে কারণে ডায়ালিসিস করতে হচ্ছিল। 

তবে মঙ্গলবার রাত থেকে তাঁর অবস্থার ক্রমে উন্নতি হচ্ছিল বলেই জানা গিয়েছিল। তার মধ্যে বুধবার রাতে অকস্মাত্‍‌ এই মৃত্যুর খবর।

অধীর রঞ্জন চৌধুরী বলেছেন- "সোমেন মিত্র আর নেই এটা ভাবতে পারছিনা, বাংলার একটা অধ্যায় সমাপ্ত হলো। সংগ্রাম করে, প্রতিকূলতার মোকাবিলা করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আমার রাজনৈতিক অভিভাবক, আমাকে জনপ্রতিনিধি করার মূল কারীগর সোমেন দা কে হারিয়ে আমি দুঃখে কাতর ও বেদনাহত হলাম।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code