গত শনিবার সারাদিনে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ায় ৬ হাজার নতুন কোভিড রোগীর সন্ধান মিলেছে। সেখানে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০০ জনের।
ওয়ার্ল্ডো মিটার রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৪২ হাজার ৯৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৪ হাজার ৩৬৬ জনের। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের সমস্ত দেশকে পিছনে ফেলে দিয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২৬ লক্ষ ৩৭ হাজার ৭৭ জন। মৃতের তালিকায় রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৪৩৭ জন।
করোনার সেকেন্ড ওয়েভে ফের হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে লস-অ্যাঞ্জেলস সহ সাতটি দেশে ফের লকডাউন বলবৎ করল ক্যালিফোর্নিয়া ।
NEW: Due to the rising spread of #COVID19, CA is ordering bars to close in Fresno, Imperial, Kern, Kings, Los Angeles, San Joaquin, and Tulare, while recommending they close in Contra Costa, Riverside, Sacramento, San Bernardino, Santa Barbara, Santa Clara, Stanislaus, & Ventura.
— Gavin Newsom (@GavinNewsom) June 28, 2020
এই প্রসঙ্গে এক টুইট বার্তায় গভর্নর গাভিন নিউজম জানান, মার্কিন মুলুকের ফ্রেসনো, ইম্পেরিয়াল, কার্ন, কিংস, লস-অ্যাঞ্জেলস, সান জোয়াকিন, টুলারের মতো জায়গার বার পাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা এই জায়গাগুলির খুব কাছেই রয়েছে কন্ট্রা কোস্টা, রিভারসাইট, সাক্রামেন্টো, সান বারনারডিনো, সান্টা বারবারা, সান্টা ক্লারা, স্টানিসলাউস, ভেনটুরা। তবে এই প্রথম নয়। এর আগে গত মার্চের মাঝামাঝি সময়েও ঠিক একইভাবে বার ও রেস্তরাঁ বন্ধের নির্দেশ দিয়েছিলেন নিউজম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊