Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যুতের বিলে গরমিল, ক্ষোভ প্রকাশ অভিনেত্রী তাপসী পান্নুর


বিদ্যুতের বিলে গরমিল নিয়ে একের পর এক বিতর্ক মুম্বইয়ে। বিদ্যুতের বিলে গরমিলের শিকার এবার অভিনেত্রী তাপসী পান্নু। জুন মাসের জন্য তাঁর ইলেকট্রিক বিল এল ৩৬ হাজার টাকা! তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সামাজিক মাধ্যমে। 

জুন মাসের বিলের পরিমাণ মাত্রারিক্ত বেশি, যা গত দুমাসের থেকেও কয়েক গুন বেশি। এপ্রিল, মে ও জুন মাসের ইলেকট্রিক বিলের একটি ছবি দিয়ে ট্যুইটারে তাপসী লিখেছেন, ‘তিন মাস লকডাউন চলেছে আর আমি ভেবে অবাক হচ্ছি এর মধ্যে কী এমন বৈদ্যুতিন সামগ্রী কিনলাম যে এরকম উন্মাদের মতো ইলেকট্রিক বিল এল? কী ধরনের বিদ্যুতের জন্য এই বিল?’

ছবিতে দেখা গিয়েছে, এপ্রিল মাসে তাপসীর ইলেকট্রিক বিলে বকেয়া টাকার অঙ্কটা ছিল ৪,৩৬০ টাকা। মে মাসের বিলে অঙ্কটা ৩,৮৫০ টাকা। অথচ জুন মাসের বিলে সেই অঙ্কটা ৩৬ হাজার টাকা! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code