একদিকে করোনা মহামারী, মহাজাগতিক ঘটনা চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণ এই বছরের বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, এরই মধ্যে আর এক মহাজাগতিক ঘটনা ঘটলো রাজস্থানের সঞ্চরে l ২.৭৮ কেজি ওজনের উল্কা পাত হয়েছে গত শুক্রবার, বিকট আওয়াজে মাটিতে আছরে পরে ভূপৃষ্ঠে যার শব্দ ২ কিমি এলাকা জুড়ে শোনা যায় l স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখে একটি জ্বলন্ত অগ্নিপিন্ড l
স্থানীয় প্রশাসন এটিকে নিয়ে গিয়ে পরীক্ষা করতে দেন বিশেষজ্ঞদের l জানা গেছে, এই পাথরটিতে পাওয়া গেছে মূল্যবান ধাতু l এর মধ্যে রয়েছে প্ল্যাটিনাম,জার্মেনিয়াম, নিকেল, আইরন এর মত মূল্যবান ধাতু l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊