রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্য পদে ২০২১-২২ সালে নির্বাচিত ভারত। ১৯২টি বৈধ ভোটের মধ্যে ভারত পেয়েছে ১৮৪টি ভোট। অস্থায়ী সদস্যদের ২ বছরের মেয়াদে নির্বাচিত করা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য।
এশীয়-প্যাসিফিক অঞ্চলের আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয় ভারত। এই গোষ্ঠীর অন্তর্গত ৫৫টি দেশ বিপুলভাবে ভারতকে সমর্থন করেছে। এই গোষ্ঠীতে রয়েছে পাকিস্তান ও চিনও। চিন ও পাকিস্তান এদিন ভারতকে সমর্থন করেছে।
এর আগে, ভারত সাতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। সেগুলি ছিল ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯১ ও ২০১১-১২।
এবারে নির্বাচনী প্রচারে, ভারত পঞ্চ-শীল তত্ত্বের ওপর জোর দিয়েছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পেশ করা নথি অনুযায়ী, এই তত্ত্বগুলি হল -- সম্মান, সংবাদ, সহযোগ, শান্তি ও সমৃদ্ধি।
In a one-of-a-kind election amid #COVID19, #UNGA elects @IndiaUNNewYork, @MexOnu, @irishmissionun, & @NorwayUN as non-permanent members of the Security Council for 2-year terms.— United Nations (@UN) June 17, 2020
A second round of voting will be held Thursday to fill the last vacant seat. https://t.co/svznemQth6 pic.twitter.com/HCzomD18Yb
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊