Latest News

6/recent/ticker-posts

Ad Code

চ্যাংড়াবান্ধা সীমান্তে চালু হচ্ছে ভারত-বাংলাদেশ বানিজ্য: সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী


কাল থেকে চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারত বাংলাদেশ বাণিজ্য শুরু হবে জানালেন মুখ্যমন্ত্রী।

আজ বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারত বাংলাদেশ বাণিজ্য শুরুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় l

আজ সাংবাদিক বৈঠক না থাকা সত্ত্বেও নবান্নে উচ্চ পর্যায়ের আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী l এর সাথে সাথে ঘোষণা করেন বিয়ে, শ্রাদ্ধ শান্তি ও সামাজিক ক্রিয়াকার্যের জন্য ৫০ জন আমন্ত্রিত হতে পারে, প্রয়োজনে হোম ডেলিভারির মাধ্যমে আয়োজন করা যেতে পারে l পাশাপাশি, আগামী বছরের জুন মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ বিনামূল্যে রেশন পাবেন l

পাশাপাশি, এদিন তিনি বেসরকারি বাস নিয়েও সংগঠনগুলিকে অনুরোধ করেন বাস চালানোর জন্যl কাল ১ লা জুলাই পর্যন্ত তিনি দেখবেন তারপর কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান l সাধারণ মানুষের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থার জন্য প্রস্তুত রাজ্য সরকার l

এদিন মমতা বলেন, ‘১৫ হাজার টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছিল। আশা করি বিবৃতি নয়, যেটা কথা দিয়েছিলেন, তা রাখবেন আশা করি। মানুষের স্বার্থে কখনও কখনও কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিজেলের দাম বেড়েছে, একে সমর্থনও করছি না। ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়লে, দাম কমলে ভাড়াও কমা উচিত।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি বাস নিয়ে কাল পর্যন্ত দেখব। আশা করি কাল থেকে রাস্তায় ৬ হাজার বাস নামবে। কিন্তু তার পরেও রাস্তায় বাস না নামালে অন্য উপায়। বাস না নামালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনও অনুরোধ করব, ইগোর লড়াই বন্ধ করুন।

আগামী কাল বাস সংগঠনগুলি ছয় হাজার বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতি দেয় রাজ্যসরকারকে, কিন্তু সেই কথা মত বাস রাস্তায় না নামানো হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ার দেন মুখ্যমন্ত্রী l তিনি বলেন কিছু ক্ষেত্রে সরকারকে সফ্ট ও কিছু ক্ষেত্রে টাফ হতে হয় l

إرسال تعليق

0 تعليقات

Ad Code