Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী বছরের জুন মাস পর্যন্ত ফ্রি রেশন দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর


আজ জাতির উদ্দেশে ভাষণে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরীব কল্যান অন্ন যোজনার আওতায় ফ্রি রেশন দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর এরপরই ফ্রি রেশনের মেয়াদ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ফ্রি রেশনের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের জুন মাস পর্যন্ত করে দিচ্ছি। যাতে প্রত্যেকে অন্তত খেতে পায়।’এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দিলেন তিনি।

করোনার জেরে আমজনতার আয়ে প্রভাব পড়েছে। সেজন্য দু’টাকা কেজি দরের চাল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। 

তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে রেশন দোকান থেকে ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল-গম দেওয়া হবে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code