থেমে নেই যেমন পৃথিবী তেমনি থেমে নেই মহাবিশ্বও। বিগত দশকে একের পর এক ধীরে ধীরে পরিবর্তন হয়েছে পৃথিবীর জলবায়ু, আবহাওয়া। এমনকি বদলে গেছে মানুষের জীবনযাত্রা। ঠিক তেমনি পরিবর্তন হয়েছে সূর্যের। গত দশ বছরে যা পরিবর্তন হয়েছে তা তুলে ধরেছে নাসা।  

গত ১০ বছর ধরে নাসার সোলার ডাইনামিকস অবজার্ভেটরি (SDO) সূর্যের ৪২.৫০ কোটি উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ করেছে। সে সব ছবির সময়কে ত্বরাণ্বিত করে (টাইম ল্যাপ্স) মাত্র এক ঘণ্টায় সূর্যের এক দশকের চিত্র তুলে ধরা হয়েছে। যা নজিরবিহীন বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।

গবেষকরা মনে করছেন এই গবেষণা নাসার এক নয়া দিগন্ত খুলে দিল বলে। সূর্যের পুঙ্খানুপুঙ্খ আচরণ গবেষণায় নতুন মাত্রা যোগ দেবে এই টাইম ল্যাপ্স ভিডিয়ো এবং সাড়ে ৪২ কোটি ছবি। এর ফলে সূর্যের চৌম্বক ক্ষেত্র, সুমেরু ও কুমেরুর এবং সৌরজগতের উপর প্রভাব নিয়ে গবেষণা সহজ হল।

২০১০ সালে ২ জুন থেকে থেকে চলতি বছরের ১লা জুন পর্যন্ত গ্রহণ করা ছবি দিয়ে এই চিত্র ফুটিয়ে তুলেছে নাসা। এই টাইম ল্যাপ্স ভিডিয়ো প্রতি সেকেন্ডে এক দিন হিসাবে ধরা হয়েছে। এই দশ বছরে ধরা পড়েছে বিভিন্ন সময়ে সূর্যগ্রহণ। দীর্ঘতম সূর্যগ্রহণও রয়েছে। গত বুধবার ইউটিউবে প্রকাশ হয়েছে সেই ভিডিও।

দেখুন সেই ভিডিও-----