Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে শিবম- শুভেচ্ছা জানালো SFI


উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের কয়াডাঙা এলাকার শিবম দেবনাথ। জাতীয় যোগ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে ক্লাস ফোরের ছাত্র শিবম। লকডাউনের কারণে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির মাধ্যমে। 

দেশের সমস্ত রাজ্যের চ্যাম্পিয়নরা অংশ নিয়েছিল সেই প্রতিযোগিতায় তাতে সবাইকে টপকে প্রথম হয়ে অশোকনগর তথা গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে সে। 

আজ ভারতের ছাত্র ফেডারেশন অশোকনগর শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে আসা হল। পরিবারের সাথেও কুশল বিনিময় করেছেন ছাত্র নেতারা। 

অশোকনগর কল্যানগড় পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা বৈদ্যনাথ দেবনাথ তার ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি। সাথে ধন্যবাদ দিয়েছেন এসএফআই এর এই শুভেচ্ছা জানানোর উদ্যোগকে। আজ এসএফআই নেতা আকাশ কর, সন্দীপ আচার্য্য, আকাশ আইচ,  নীলাভ মুখার্জি, স্নেহাশীষ গাঙ্গুলি প্রমুখ শিবমকে শুভেচ্ছা জানাতে যান। আগামীদিনে শিবমের পড়াশোনা ও এই যোগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এসএফআই পাশে থাকবে বলে তারা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code