Latest News

6/recent/ticker-posts

Ad Code

হরভজনের কীর্তি! দেখুন তো চেনা যায় কিনা!


লকডাউনে বিনোদনের অভাব মেটাতে ডিজিটাল প্লাটফর্মকেই বেঁছে নিয়েছেন সাধারণ জনগণ থেকে তারকারা। 

সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী একসময়ের সতীর্থদের মুখের আদলে মেয়েদের ছবি পোস্ট করেছেন হরভজন সিংহ। 

এই ছবির সঙ্গে তিনি লেখেন, ‘যুবরাজ সিংহের গতকালের কথা অনুযায়ী, কার সঙ্গে ডেটে যাবে?’ 

এর জবাব নিজের ছবির প্রতি ইঙ্গিত করে সৌরভ লেখেন, ‘মাঝখানে সানগ্লাস পরে যে আছে, তাকেই আমার পছন্দ হয়েছে।’

বিস্তারিত দেখুন হরভজনের পোস্ট করা  ছবিতে গিয়ে- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code