উত্তরের গুণী সুজন কবি অমিত কুমার দে 
শুভাশিস দাশ 


শৈশব যখন খেলার মাঠে দুরন্তপনায় ব্যস্ত থাকে ঠিক সেই সময় দিনহাটায় যে শৈশব সাহিত্য কর্ম নিয়ে ব্যাস্ত থেকেছে তিনি আজকের উত্তরের গুনী সুজন অমিত কুমার দে । 

বাড়ির সাহিত্য পরিবেশ তাঁকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে । 

কিশোর বয়স থেকে পত্রিকার সম্পাদনা করে আসছেন । আমার মনেহয় এতো ছোট বয়সে তখনকার দিনে এরকম সাহিত্য মনা শৈশব ছিল বিরল । 

নব পল্লব নামে একটা পত্রিকা বের হতো অমিত কুমার দে র সম্পাদনায় । তাতে কে লেখেন নি ? বাংলা সাহিত্যের অনেক বিশিষ্ট জন এতে লিখেছেন । 

অমিত কুমার দে শুধু কবি নন , তিনি সাহিত্যের নানা দিকে সাবলীল ভাবেই বিচরণ করেন । 

এক দশক থেকে তিনি চিকরাশি নামে একটি ব্যতিক্রমী পত্রিকা বের করছেন । 

ছোট বড় মাঝারি এবঙ দৈনিক গুলোতে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে । 

তিনি আকাশবাণীর গীতিকারও । 

তাঁর বেশ কটি কবিতা এবঙ ছড়ার বই প্রকাশিত হয়েছে । 
শিক্ষকতার পাশাপাশি সাহিত্য সাধনায় মগ্ন এই কবির কলম চলতে থাকুক জোর গতিতে এই শুভ কামনা রইলো আমাদেরও ॥