Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন কবি বেনু সরকার



উত্তরের গুণী সুজন কবি বেনু সরকার
শুভাশিস দাশ


ডুয়ার্সের নিসর্গ নিয়ে যাঁর কবিতা হৃদয়ে ঝড় তোলে তিনি উত্তরের বিশিষ্ট কবি বেনু সরকার । আদ্যোপান্ত সাদাসিধে এই কবি ছোট বেলা থেকেই লেখার সাথে যুক্ত ।

উত্তরবঙ্গ থেকে যে কজন কবিতার প্রতিনিধিত্ব করেন বেনু সরকার তাঁদের একজন । লিখেছেন প্রচুর । তাঁর কবিতার বই তিস্তা জংশনে ভোর কবিকে চিনিয়ে দিতে সাহায্য করে ।

এই বঙ্গ তো বটেই দুই বাংলার ছোট বড় অনেক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে । শিক্ষক জীবন থেকে অবসর নিয়েছেন অনেকদিন কিন্তু কবির কলম চলছে ।

শুধু কবিতা লিখেই থেমে থাকেননি তিনি আলিপুরদুয়ারের সাহিত্য সংস্কৃতির চাতালে একজন বরণীয় মানুষ ।

তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ' বিনিদ্র '-দেখতে দেখতে পাঁচ দশক পেরিয়ে গেছে এই পত্রিকা টি ।

কবি , আপনি সুস্থ থাকুন । আপনার কলম চলুক এই কামনা রইলো ।

Ad Code