করোনা সংক্রমণের জেরে সারা দেশজুড়ে চলছে লক ডাউন। লক ডাউনের ফলে দিন এনে দিন খাওয়া মানুষেরা অসহায় হয়ে পড়েছে। এবার তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল তৃণমূল ছাত্র /ছাত্রী সংসদ।
আজ দেওয়ানহাট তৃণমূল ছাত্র /ছাত্রী সংসদের পক্ষ থেকে,দেওয়ানহাট অঞ্চলের পাশাপাশি থাকা অঞ্চল গুলোতে লক ডাউনের জেরে অভাব অনাটনে দিন চলা সাধারণ ছাত্র/ছাত্রী 'র পরিবারের পাশে দাঁড়িয়েছি। এদিন, তৃণমূল ছাত্র /ছাত্রী সংসদ এর পক্ষ থেকে প্রত্যেক দুঃস্থ ছাত্র- ছাত্রীদের বাড়ী বাড়ি পৌঁছে চাল,ঢ়েরস,কোয়াস বিতরণ করেন।
দেওয়ানহাট তৃণমূল ছাত্র /ছাত্রী সংসদের পক্ষ থেকে মিঠুন মিঞা বলেন, গত ভোটের রেজাল্টের পর AVBP কয়েকদিনে যেভাবে কলেজকে সন্ত্রাসের আতুর ঘর বানিয়েছিল,আমরা তাদের হাত রেখে সাধারণ ছাত্র/ছাত্রী 'দের বাঁচাতে পেরেছি ,এই দুর্দিনে আমরা সাধারণ ছাত্র/ছাত্রীর পাশে সর্বদা আছি,আমি মিঠুন মিঞা কথা দিচ্ছি সাধারণ ছাত্র/ছাত্রীর পাশে সর্বদা আছি ছিলাম থাকবো।এরপরেও যদি কোনো ছাত্র /ছাত্রীর কিংবা তাদের পরিবারে রক্তের প্রয়োজন হয়,তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা সর্বদাই দিতে প্রস্তুত।আজ আমরা না খেতে পাওয়া সাধারণ ছাত্র/ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা আজ চাল,ঢ়েরস,কোয়াস দিয়েছিলাম।
নাটাবাড়ি বিধানসভা কনভেনার সন্মানীয় আশরাফ আলী মহাশয়, কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সন্মানীয় রাজিব হোসেন মহাশয় একান্ত সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তাঁরা।
Social Plugin