শিক্ষক ছাত্রীর প্রেমের গল্প কি নতুন? বা শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এই ঘটনাও কি নতুন? নতুন না হলেও এক উল্টো পথে হাটলেন পরিচালক আব্দুল ছামাদ।  রাতের মায়া শর্ট ফিল্মে তুলে আনলেন পরিচিত প্রেমের কাহিনী নতুন দৃষ্টিভঙ্গিতে। 

জিয়ায়ুর রহমান, সাহিদুল ইসলাম, বেবি সরকার, আফসার শেখের অভিনয়ে ২৩ মিনিট ৪০ সেকেন্ডের এই শর্ট ফিল্মে রয়েছে নন্দিতা গোস্বামী এবং অসিম মজুমদারের কণ্ঠে একটি মিষ্টি প্রেমের গান- যা দর্শকের মন ছুঁয়ে যাবে। 

ছাত্রী মায়া শিক্ষক সবুজের ভালোবাসায় মগ্ন। কিন্তু মানুষ বড়ই বিচিত্র প্রাণী৷ কি চায় কি করে সে মাঝে মাঝে নিজেও বুঝতে পারে না৷ তারপর বুঝতে না পারার মাঝে বিধিবাম হয়ে দাঁড়ায় নৈতিকতা এবং বিবেকবোধ৷ যেগুলোর কারণে আমরা সজাগ হয়ে যাই৷  নিজেকে শান্ত করি।

শিক্ষক সবুজ মায়াকে ছাত্রী হিসাবেই দেখতে অভ্যস্ত-প্রেমিকা রূপে বরণ করে নিতে রাজি নয়। কিন্তু প্রভাবশালী ঘরের মেয়ে মায়া দাদুর সাহায্য নিয়ে চাপে ফেলে সবুজ কে। এদিকে সবুজ কিছুতেই রাজি না হওয়ায় নিজের জীবনকে শেষ করে দিতে চলে মায়া। কিন্তু তারপর ? মায়া কি চিরতরে হারিয়ে যাবে ? মায়া কি ভালোবাসার মানুষকে পাবে না? 

আসুন দেখে নেই শর্ট ফিল্ম 'রাতের মায়া'-





Bangla short film:- Rater maya(রাতের মায়া)

Actors:- Jeaur Rahaman,Sahidul Islam,Baby Sarkar, Afsar sekh and others.
Story,Writer,lyrics & producer:- Jeaur Rahaman.
Editor:- Bikram Mitra.
Director:- Abdul Chhamad.
Dance master:- Buddha Lama