Latest News

6/recent/ticker-posts

Ad Code

এ বছরের জন্য বাতিল টেনিসের প্রতিযোগিতা উইম্বলডন

pic source: twitter page WIMBLEDON
করোনা ভাইরাসের জেরে এ বছরের জন্য বাতিল টেনিসের প্রতিযোগিতা উইম্বলডন। বিশ্বের প্রায় সব ক্রীড়া প্রতিযোগিতাই হয় স্থগিত না বাতিল হয়ে গিয়েছে। এবার সেই পথে হাঁটল উইম্বলডন। 

২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল এই গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু আজ জানানো হল, এই প্রতিযোগিতা হবে আগামী বছরের ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।

অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাবের মেইন বোর্ডের চেয়ারম্যান ইয়ান হিউইট জানিয়েছেন, ‘জনস্বাস্থ্য এবং উইম্বলডনের সঙ্গে যুক্ত প্রত্যেকের মঙ্গলের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সহজেই এই সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের মাথায় ছিল, অতীতে শুধু বিশ্বযুদ্ধের সময়ই এই প্রতিযোগিতায় বিঘ্ন ঘটেছিল। আর কোনওদিন এই প্রতিযোগিতা বন্ধ হয়নি। কিন্তু বর্তমানে সারা বিশ্বে যে সঙ্কট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ বছরের প্রতিযোগিতা বাতিল করাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হয়েছে।’

Ad Code