Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছোট মেয়ের টেনিস দক্ষতা-ভাইরাল সোশ্যালে, অবাক হবেন আপনিও-দেখুন ভিডিও


বিশ্বের বহু খেলার মধ্যে টেনিসও একটি জনপ্রিয় খেলা। হ্যান্ড-আই কো অর্ডিনেশন ও ব্যাল্যান্স খুব গুরুত্বপূর্ণ এই খেলায়। সম্প্রতি বিশ্ব টেনিস সংস্থা ডবলিউটিএ (WTA) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছে। 

ডবলিউটিএ (WTA) এর সেই ভিডিওয় দেখা গিয়েছে, একটি অল্পবয়স্ক মেয়ে কোমরে হুলা হুপ বা একটি রিং নাগাড়ে কোমরে বা হাতে ঘুরিয়ে হাতের র‍্যাকেটে ড্রপ খাইয়ে চ‌লেছে টেনিস বলটি। অবিশ্বাস্য ভাবে সমতা বজায় রেখে সে দেখিয়ে চলেছে হাত ও চোখের নিপুণ সমন্বয় সাধন। ভিডিওটি দেখলে সত্যিই অবাক হতে হয়। প্রবল মনঃসংযোগ, অনুশীলন ও ধৈর্য ছাড়া এটা করা সম্ভবই নয়।

Ad Code