বিশ্ব এখন করোনা যুদ্ধে লড়াই করে চলছে, এই অতিমারিতে ভারতও পিছিয়ে নেই l লক ডাউন চলছে দিন ছাড়িয়ে মাসে, এর মধ্যে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে শিথিল করলেও আশার আলো এখনো দেখা যায়নি, ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা পিছিয়ে নেই আমাদের রাজ্যও l 

এই মহামারীতে সব থেকে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি, তাঁদের যে রোজগারের পথ বন্ধ l কেন্দ্র থেকে রাজ্য সরকার বিভিন্ন ভাবে সাহায্য করলেও নিত্যপ্রয়োজনে তা যথেষ্ট নয় l এই সময় তাঁদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ l 

শুভঙ্কর, সন্তু, আকাশ, হিমাদ্রি, প্রীতম, সৌভিক, কুনাল, ঝিনুক, শঙ্কু,  বিকাশ,  সুব্রত, বিতান, সঞ্জয় ও অমর এর মত যুবকরা এগিয়ে এসেছে, এরা কেউ বা প্রাইভেট টিউশন পড়িয়ে, ব্যবসা করে টাকা জমিয়ে ছুটে এসেছে মানুষের পাশে দাঁড়াবার জন্য l 

শৈশবের সেই দিনহাটা  হলের মাঠের সরস্বতী পুজোর আয়োজন করতো যে ভাবে সেই ভাবেই ওরা এগিয়ে এসেছে নিজেদের আড্ডা স্থানে মানুষের পাশে দাঁড়াতে l 

একশো দুঃস্থ পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী এই " বাকি আড্ডা " দল l আগামী দিনগুলিতে আরও হাত বাড়িয়ে দেবে বলে জানা গেছে ও আমাদের সমাজকে জানিয়ে গেছে "সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে l"