করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র থেকে রাজ্য। মঙ্গলবার সকালে জাতির উদ্দ্যেশে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত জারি রাখার ঘোষণা করেন তিনি। পাশপাশি ২০ এপ্রিলের মধ্যেই বেশ কিছু জায়গায় নিয়মকানুন শিথিল করার কথাও এল তাঁর বক্তৃতায়।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, "স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলি চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পটের সংখ্যা কমবে। সেখানে শর্তসাপেক্ষ কাজ করার অনুমতি মিলবে।কাল এই বিষয়ে গাইডলাইন জারি হবে।"

তাঁর কথায়, "গরীব ভাই বোনেদের জন্যেই এটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনাতেও এই কথাই ভাবা হয়ছিল। এখনও এই দিন আনি খাই মানুষদের কথা ভেবেই জন্যেই এই ছাড়।"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কৃষিজীবীদের কথাও শোনা যায়। তিনি বলেন, রবিশস্য তোলার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয়ীভাবে কাজ করবে বলে মত প্রধানমন্ত্রীর।