করোনা মোকাবিলায় জরুরি পরিষেবা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'PM CARES' নামে একটি তহবিল গঠন করেছেন। সেখানে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ক্রিকেটার, বলিউড তারকা, শিল্পপতি সবাই নিজেদের মতো করে অনুদান দিচ্ছেন। কিন্তু এরই মধ্যে প্রতারণার ফাঁদ পেতে একই নামে একটি ভুয়ো UPI আইডি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।


      প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর তরফ থেকে ট্যুইট করে দেশের সাধারণ মানুষকে সবধান করে দেওয়া হয়েছে। ট্যুইট 'PM CARES' তহবিলের সঠিক UPI আইডি হিসেবে pmcares@sbi এর উল্লেখ করাও আছে।