Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্বিতীয় পর্যায়ে মিড-ডে-মিলের চাল-আলু দেওয়ার নির্দেশিকা


এবার বেশ কিছু সতর্কতা অবলম্বন করে দ্বিতীয় পর্যায়ে মিড-ডে-মিলের চাল-আলু বিতরনের নির্দেশিকা জারি হয়েছে রাজ্যে। নির্দেশিকায় জানানো হয়েছে-
১। চাল ও আলু সংগ্রহের জন‍্য অভিভাবক/ অভিভাবিকাদের উপস্থিত হতে হবে। 
২। সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পড়ে হাজির হতে হবে সকলকে। 
৩। একদিন একটি শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবক/ অভিভাবিকাকেই চাল ও আলু দেওয়া হবে। 
৪। স‍্যানিটাইজেশন এর ব‍্যবস্থা রাখতে হবে। 
৫। অভিভাবক/ অভিভাবিকাদের সাথে ছাত্র ছাত্রীদের বিদ‍্যালয়ে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে।  


কোচবিহার জেলায় আগামী ২০ এপ্রিল থেকে মিড-ডে-মিলের চাল-আলু দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে।
একটি নির্দেশিকায় জানানো হয়েছে পূর্বের মতন শুধু অভিভাবকেরাই বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থাকবেন। এবার ৩ কেজি চাল, ৩ কেজি আলু দেওয়া হবে। দেখে নিন কোচবিহার জেলায় কোনদিন কোন শ্রেণি কখন উপস্থিত থাকবেন। 

মিড-ডে  মিলের আওতায় চাল আলু বিতরণের সময়সীমা
তারিখ
সময়
শ্রেণী (প্রাইমারি)
শ্রেণী (আপার প্রাইমারি)
19.04.2020
১0টা থেকে ১২.৩০
বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার করা, নিরাপদ দূরত্বে থেকে  স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ডওয়াশ ব্যবহার করা
দুপুর ১টা
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা সচেতনতা শিবির
20.04.2020
১০টা থেকে ১টা
প্রথম শ্রেণী
পঞ্চম শ্রেণী
২টা থেকে ৫টা
দ্বিতীয় শ্রেণী
পঞ্চম শ্রেণী
21.04.2020
১০টা থেকে ১টা
তৃতীয় শ্রেণী
ষষ্ঠ শ্রেণী
২টা থেকে ৫টা
চতুর্থ শ্রেণী এবং বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার
ষষ্ঠ শ্রেণী
22.04.2020
১০টা থেকে ১টা
সপ্তম শ্রেণী
২টা থেকে ৫টা
সপ্তম শ্রেণী
23.04.2020
১০টা থেকে ১টা
অষ্টম শ্রেণী এবং অবশিষ্ট ছাত্রছাত্রী
২টা থেকে ৫টা
অষ্টম শ্রেণী এবং বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার

Ad Code